ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঊর্বশীর বেলি ডান্সের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২৩ জুন ২০১৮

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রায় প্রতি মুহূর্তে বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনের হালচাল জেনে ফেলি। তারা কখন কোথায় যাচ্ছেন, কী করছেন সবটাই জানতে পারি এখন। তারকাদের জীবনও এর ভিন্ন নয়। সারা দিন যা কিছু করেন তার প্রায় বেশিরভাগই ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে পোস্ট করছেন তারা।

আর তার সৌজন্যে তারকারা সবসময় ভক্তদের নজরবন্দিতে থাকেন। সম্প্রতি ‘হেট স্টোরি ৪’ স্টার ঊর্বশী রাওতেলার ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর তা নিয়ে খুব চর্চা চলছে ভক্তমহলে। পোস্টটি ভাইরালও হয়ে গেছে। কিন্তু কী আছে ওই ভিডিওতে?
ওই ভিডিওতে ঊর্বশী বেলি ডান্সের কিছু মুভ দেখিয়েছেন। দেখা যাচ্ছে, এক কোরিওগ্রাফারের সঙ্গে টপ আর ধূসর রঙের প্যান্ট পরে বেলি ডান্স করছেন তিনি।
পোস্টটিতে ঊর্বশী ক্যাপশনে লিখেছেন, ‘কম লেটস #বেলিডান্স। ট্যাগ ইওর পার্টনার!! !!’’

বর্তমানে ঊর্বশীর কেরিয়ারগ্রাফ বেশ নীচের দিকেই। ‘হেট স্টোরি ৪’-ও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি