ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অস্কার প্যানেলে শাহরুখ, মাধুরী ও অনিল কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ২৬ জুন ২০১৮

বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারে মনোনয়ন প্রক্রিয়ার জন্য সিনেমা বাছাইয়ে চলতি বছর রেকর্ড সংখ্যক শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৭ হাজার ২৫৮। এ বছর আমন্ত্রিত অতিথির সংখ্যা গত বছরের চেয়ে ৯২৮ জন বেশি। এ বছর বেশ কজন বলিউড শিল্পী আমন্ত্রণ পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন সুপারস্টার শাহরুখ খান ও মাধুরীও। এছাড়াও রয়েছেন টাবু, নাসিরুদ্দিন শাহ, আলী ফজল, অনিল কাপুর।
ভারত থেকে আরও আমন্ত্রণ জানানো হয়েছে চলচ্চিত্র পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়া, সিনোমাটোগ্রাফার অনিল মেহতা, ডিজাইনার মনিশ মালহোত্রা, প্রোডাকশন ডিজাইন সুব্রত চক্রবর্তী ও অমিত রায়, সংগীত পরিচালক বাল্লু সালুজা ও উষা খান্নাসহ আরও কয়েকজনকে।

অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান, অভিনেতা অমিতাভ বচ্চন, ইরফান খান, আগে থেকেই অস্কার প্যানেলের সদস্য।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি