ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ডিপজলের মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২৯ জুন ২০১৮ | আপডেট: ২২:৩৬, ২৯ জুন ২০১৮

বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার।  

বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিবাহোত্তর সংবর্ধনা।  

শোবিজ তারকাদের মধ্যে ওলিজার বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন চিত্র নায়ক ফারুক, নির্মাতা বদিউল আলম খোকন, মুসফিকুর রহমান গুলজার, শাবনূর, রিয়াজ, জায়েদ খান, বাপ্পী, সাইমন, শিমুল খানসহ আরও অনেকে।

একমাত্র মেয়ের বিয়ে নিয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমার এই মেয়েটিকে আমি অনেক বেশি ভালোবাসি। নিজের চোখের সামনে রেখে সব সময় বড় করেছি। লন্ডনে যখন পড়তে গেল, তখন নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করত। আজ সে আমাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এটাতে আরও বেশি কষ্ট পাচ্ছি, আবার এর মধ্যে একটা আনন্দও আছে। মেয়েকে তো ছোটবেলায় অনেক সাজিয়েছি। আমি যখন মেয়েকে নিজের হাতে মেহেদি পরিয়ে দেওয়ার সময় মনে হয়েছে, মেয়েটি এখনও সেই ছোট্টটিই আছে। সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’

গত ১৯ জুন ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে এক অনাড়ম্বর পরিবেশে ওলিজার বিয়ে সম্পন্ন হয়। এরপর ২৪ জুন ধানমণ্ডির একটি হোটেলে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর থেকেই শোবিজ অঙ্গনের তারকাদেরসহ সেখানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি