ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখ ও তার পুত্ররা ‘ভিজলেন’ বার্সেলোনার রোদে    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:৫১, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ছুটি কাটাতে বার্সেলোনা উড়াল দিলেন শাহরুখ খান ও তার পরিবার। উপভোগ করছেন সেখানকার সবকিছু। শাহরুখ খান, স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান আর ছোট মিয়া আব্রামসহ পুরো পরিবার একসঙ্গে হাওয়া খাচ্ছেন।

ঘুরতে ঘুরতে হঠাৎই বার্সেলোনার রাস্তায় বসে পড়লেন তিন বাপ-বেটা। প্রত্যেকেই তাঁদের সহজাত ভঙ্গিমায়। আর তখনই গৌরীর ক্লিক।

সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে গৌরী লেখেন, এটাই বুঝি একজন নারীর সেরা পাওয়া....সূর্যকিরণে ভিজছি, বার্সেলোনায়। আমার ছেলেদের সাথে।

আরিয়ান আর আব্রাম পরেছিলেন একই রঙের জ্যাকেট আর শাহরুখ পরেছেন কালো রঙের জ্যাকেট। তাদের তিনজনকেই রৌদ্রস্নানে অসাধারণ লাগছিল।

সূত্র : এনডিটিভি

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি