ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দেব-রুক্মিনীর বিয়ে? জেনে নিন শুভদিন কবে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২ জুলাই ২০১৮

অবশেষে এল সেই শুভক্ষণ৷ গাঁটছড়া বাঁধতে চলেছেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর৷ বাংলার সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিনী মিত্র বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছেন৷ ডেটও ফাইনাল হয়ে গিয়েছে৷ এ বছর নভেম্বর মাসেই বিয়ে করবেন তাঁরা৷ এমনটা আমরা বলছিনা, বলছেন দেব৷ নিজের ট্যুইটারে একটি ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন গোটা বাংলায়৷ 

নিজের বিয়ের সংবাদ এভাবে ট্যুইটারে জানাবেন তিনি? সেরকম মানুষ তো দেব নন৷ বিয়ের খবর নিয়েই পোস্ট করেছেন ঠিকই৷ তবে ছবিটি একটি খবরের কাগজের৷ যেখানে দেব-রুক্মিনীর ছবির নীচে লেখা, ‘গুঞ্জন বলছে দেব-রুক্মিনী এই বছর নভেম্বরে বিয়ে করতে চলেছেন’৷ সেই ছবি শেয়ার করেছেন দেবের এক ফ্যান৷

শুধুমাত্র শেয়ার করেননি৷ দেব এবং রুক্মিনীকে ট্যাগ করে সেই ভক্ত উতলা হয়ে লিখেছেন, ‘খবরটা কি সত্যি? প্লিজ কনফার্ম কর৷’ স্বাভাবিকভাবেই এমন পোস্ট কি আর দেবের চোখ এড়িয়ে যায়! সেই ফ্যানের পোস্ট নজর আসতেই রিট্যুইট করে দেব এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন৷ লিখেছেন, ‘এটাই আমি গত তিনটে নভেম্বর ধরে শুনে আসছি৷

একই সূত্র থেকে গত কয়েক বছর ধরে একই খবর আসছে৷ সবরকম সোর্সকে বলছি, প্লিজ এবার একটু বুঝদার হও৷’ দেব আবার রুক্মিনীকেও ট্যাগ করে লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার তোমার আমায় বিয়ের জন্য প্রপোজ করে ফেলাই উচিত৷’ এই লেখার সঙ্গে অনেকগুলো হাসির ইমোটিকনও দিয়েছেন৷

অন্যদিকে রুক্মিনীও থেমে নেই৷ এই ঠাট্টায় যোগদান করে লিখেছেন, ‘তুমি যখন বলছই তাহলে পরের রবিবার আর্টিকালের মাধ্যমে গ্র্যান্ড প্রপোজাল পেলে আবার অবাক হয়ে যেও না৷’ দেবের ভক্তের এই পোস্টটি যতই ঠাট্টা, তামাশা করে এই দুই তারকা উড়িয়ে দিক না কেন, নিশ্চই তাঁদের বিয়ের ব্যাপারে কোন না কোনও খবর তো টলিপাড়ার অন্দরে চলছে নয়তো হঠাৎ এমন গুঞ্জন ছড়াবেই কেন৷ এই প্রশ্নই তুলছে নেটিজেন৷ সূত্রের খবর, এ বছর শুরুর দিকে চুপিচুপি নাকি বাগদানও সেরে ফেলেছেন এই তারকা-জুটি৷ যেই অনুষ্ঠানে দেব এবং রুক্মিনীর পরিবার ছাড়া কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছিলেন মাত্র৷

হয়তো বিয়ের প্রস্তুতি সত্যি সত্যিই নিচ্ছেন তাঁরা৷ পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এমন পোস্ট করছেন৷ ঠিক যেমন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা করেছিলেন৷ ২০১৭-র মাঝসময় থেকেই তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে৷ সেপ্টেম্বর অক্টোবরের দিকে তাঁদের ঘনিষ্ঠ সূত্র মারফত সংবাদমাধ্যমে বলে দেওয়া হয়েছিল যে তাঁরা এখন কোনও বিয়ের প্ল্যানেই নেই৷

এমনকি বিয়ের আগেও তাঁদের কোনও প্রস্তুতি নিতে দেখা যায়নি৷ কিংবা পাপারাৎজীর ক্যামেরাতেও তেমন কিছু ধরা পড়েনি৷ হঠাৎই ডিসেম্বরে ইতালিতে বিয়ে করে বসলেন তাঁরা৷ এমনকি সেই খবর বিরাট-অনুষ্কা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান৷ তাঁর আগে কেউ টেরই পায়নি৷ তাহলে কী সেই পন্থাই অবলম্বন করলেন দেব-রুক্মিনী?

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি