ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিজেদের ব্রেক আপ ঘোষণা করলেন বলিউড যুগল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৩ জুলাই ২০১৮

হলিউডে চলছে এখন বিচ্ছেদের মৌশুম৷ একের পর এক আইডল কাপোলের বিচ্ছেদ ঘটেই চলেছে৷ গতকাল আরেক হলি কাপোলের বিচ্ছেদ হল৷ লিয়াম পেইন এবং শেরিল কোল ট্যুইটারে ঘোষণা করে জানিয়ে দিলেন নিজেদের ব্রেক আপের কথা৷ তাদের জুটিকে অন্ধের মতো অনুসরণ করত জেন ওয়াই৷ টানা দু’বছর ডেট করার পর ব্রেক আপের সিদ্ধান্ত নেন তিনি৷

লিয়াম ট্যুইট করে জানান, শেরিল আর আমি খুবই দুঃখিত৷ কিন্তু আমাদের পথ এবার আলাদা হয়ে যাওয়ার সময় এসে গিয়েছে৷ খুবই কঠিন একটা সিদ্ধান্ত ছিল এটা আমাদের জন্য৷ আমরা এখনও একে অপরকে নিজেদের পরিবারের মতোই মানি৷ আশা করি সকলে আমাদের ব্যক্তিগত কারণ এবং জীবনকে সম্মান করবেন৷

অন্যদিকে শেরিল ট্যুইট করে হুবহু একই কথা লিখেছেন৷ ঘোষণা করার পর থেকেই নেট দুনিয়ায় সাড়া পড়ে গিয়েছে৷ তাদের মধ্যে যে কিছু একটা সমস্যা ছিল তার টের পেয়েছে মিডিয়া৷ সূত্রের দাবি, লিয়ামের পেশাগত ব্যস্ততাই নাকি বিচ্ছেদের কারণ৷ অনেকের দাবি তাদের বয়সের পার্থক্যই নাকি আসল কারণ৷ লিয়ামের বয়স ২৪ এবং শেরিল ৩৫৷

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি