ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শুটিং থামিয়ে খেলা দেখলেন শাকিব খান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৪ জুলাই ২০১৮

শুটিং চলছে এফডিসিতে। হঠাৎ নিভে গেল সব লাইট। বড় পর্দায় ভেসে উঠলো ব্রাজিল-মেক্সিকোর খেলা। চিত্রনায়ক শাকিব খান সবাইকে নিয়ে সে খেলা উপভোগ করলেন। মেসি রোনালদোরা বিদায় নিলেও এখনো বিশ্বমঞ্চে আছেন নেইমার কেনরা। তাদের খেলাতো আস মিস করা যায় না।

শাকিব খান নিজেই আর্জেন্টিনা সমর্থক। তার প্রিয় দল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তিনি অন্য দলের খেলা দেখলেন শুটিং থামিয়ে। সেখানে ছবির কলাকুশলীসহ সবাই খেলাটি দেখে। জানা যায়, শাকিব নিজেই সবাইকে নিয়ে খেলা দেখার জন্য বড় প্রজেক্টরের ব্যবস্থা করেছেন।

শাকিব বলেন, ‘বছরের প্রায় পুরো সময়ই শুটিংয়ে ব্যস্ত থাকি। বিশ্বকাপ তো আর বছর বছর আসে না। প্রিয় দল আর্জেন্টিনা বিদায় নিয়েছে তাতে কী, অন্য দলের খেলা দেখা বাদ রাখি না। তার ওপর যদি হয় ব্রাজিলের মতো বড় দলের খেলা, তাহলে তো কথাই নেই। এ জন্য সবাই মিলে একসঙ্গে খেলা দেখার আয়োজন করেছি।’

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি