ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের গানে বলিউডের মোনালিসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৫ জুলাই ২০১৮

মোনালিসা। ভারতের দর্শকপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস-এ অংশ নিয়ে বেশ আলোচিত হন তিনি। এবার বাংলাদেশের শিল্পী ধ্রুব গুহর একটি গানের মডেল হয়েছেন এই তারকা। গানটির শিরোনাম ‘তোমার ইচ্ছে হলে

নতুন গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রিজভী আর সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কলকাতার টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।

বাংলাদেশের গানের মডেল হওয়া প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘সিনেমাতে অভিনয়ের পর এবার বাংলাদেশের গানেও মডেল হয়েছি। খুব চমৎকার একটা গান। ভিডিওর ভাবনাও পছন্দ হয়েছে। ভালোবাসার গল্পে গানটির চমৎকার একটা ভিডিও বানানো হয়েছে। সবাই খুব ভালো অভিনয় করেছেন।’

‘তোমার ইচ্ছে হলে’ গানের ভিডিওতে ধ্রুব গুহ, মোনালিসা ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার টিভি সিরিয়ালের দুই জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং রেমো কে। আরও আছেন শাশ্বতী মজুমদার, সুজিত বিশ্বাস। ১৯ জুলাই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি প্রকাশিত হবে।

উল্লেখ্য, ২০০৫ সালে বলিউডের ‘ব্ল্যাকমেল’ সিনেমার আইটেম গানে অভিনয় করেছেন মোনালিসা। এর আগে অল্প বাজেটের কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

‘তোমার ইচ্ছে হলে’ গানের শিল্পী ধ্রুব গুহ এর আগে ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘আদরে রাখিও বন্ধু’ এবং ‘একলা পাখি’ গানে কণ্ঠ দেন।

ধ্রুব গুহ তার গাওয়া প্রথম গান ‘শুধু তোমার জন্য’ দিয়ে প্রশংসা কুড়ান। বাংলাদেশের গানে পৃষ্ঠপোষকতা করছেন। নিজেও গান করেন। এটি তাঁর গাওয়া পাঁচ নম্বর গান।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি