ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যান্সার আক্রান্ত সোনালী বেন্দ্রের পাশে বলিউড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী সোনালী বেন্দ্রে। হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছেন তিনি। ৪৩ বছরের এই অভিনেত্রী বুধবার নিজের কঠিন রোগের কথা জানান সোশ্যাল মিডিয়ায়। নিজের শেয়ার করা লম্বা পোস্টে সোনালী বেন্দ্রে জানান, ‘মাথা উঁচু করে এই লড়াই চালাচ্ছি এবং এই অসুখকে ‘অপ্রত্যাশিত বলে ব্যখ্যা করেন তিনি।

পোস্টের একটা অংশে তিনি লেখেন, ‘যখনই আপনি জীবনে কিছু প্রত্যাশা করবেন না, আপনার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটবে। সম্প্রতি আমার হাই গ্রেড ক্যান্সার ধরা পড়েছে এবং সত্যি বলতে আমি ভাবতেই পারিনি।’

তার এই কঠিন সময়ে সহকর্মী অনিল কাপুর, করণ জোহার, সোনম কাপুর, ফারাহ খান, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

টুইট করে অনিল কাপুর লেখেন- ‘তুমি একজন প্রকৃত যোদ্ধা, চিরকাল তাই ছিলে! অনেক ভালোবাসা পাঠালাম, আমরা তোমার পাশেই আছি সোনালী বেন্দ্রে। খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ এবং ভালো দেখতে চাই।’

করণ জোহার লেখেন- ‘গডস্পীড, ভালোবাসা এবং শক্তি একজন প্রকৃত যোদ্ধা এবং ভালো মনের মানুষের জন্য।’

সোনম কাপুর, শিল্পা শেঠী, মনীষ মালহোত্রা, বিপাশা বসু, দিয়া মির্জা ইনস্টাগ্রামে সোনালী বেন্দ্রের পোস্টে তার আরোগ্য কামনা করেছেন।

সোনম লেখেন, ‘অনেক ভালোবাসা, সোনালী।’

অন্যদিকে শিল্পা লেখেন, ‘ভরসা রাখো। তোমার জন্য অনেক পসিটিভিটি এবং প্রার্থনা পাঠালাম। তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা গোল্ডী বেহলের স্ত্রী সোনলী বেন্দ্রে। এই দম্পতির ১৩ বছরের সন্তান রণবীর। অভিনেত্রী ‘সরফরোশ’, ‘মেজর সাব’, ‘ডুপ্লিকেট’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

শাহরুখ খানের ‘কাল হো না হো’ সিনেমায় বিশেষ চরিত্রে তাকে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষার বিভিন্ন সিনেমাতেও তাকে দেখা গেছে।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি