ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাহিয়া মাহি চমকে দিলেন স্বামীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আজ অপুর জন্মদিন। জন্মদিন উপলক্ষে ঘড়ির কাঁটা রাত ১২টায় ঘুরতে না ঘুরতেই অপুকে চমকে দিলেন অভিনেত্রী মাহি। স্বামীকে সারপ্রাইজ করতে সাজালেন নিজের ঘর, সাজলেন নিজেও।

বর্তমানে বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১৬ সালের ২৪ মে তিনি বিয়ে করেন ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। বিয়ের বয়স দুই বছর পার হলেও সংসার জীবনে তারা এখনো প্রেমিক-প্রেমিকাই।

ছবিতে দেখা যায়, স্বামী অপুর জন্মদিন উপলক্ষে ছোট্ট ঘরটিকে হালকা আলোতে সাজিয়েছেন মাহি। ছোট্ট টেবিলের কিনারা জুড়ে জ্বালিয়েছেন মোমবাতি। সেই সঙ্গে ছিল রং-বেরঙের বেলুন। মাথায় জন্মদিনের কাগজের মোড়ানো টুপি আর চোখে রঙিন মাস্ক—সব মিলিয়ে তাদের ফ্ল্যাটের পরিবেশটি হয়ে উঠেছিল খানিকটা স্নিগ্ধ আবার খানিকটা উৎসবমুখর। তারপর দুজন একসঙ্গে অপুর জন্মদিনের কেক কাটেন। এরপর ভালোবেসে বার্থডে বয় অপুকে কেকের খানিকটা অংশ মুখে তুলে দেন মাহি।

অপুর জন্মদিনের কিছু মিষ্টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেদের সুখী দাম্পত্য জীবনের কথা জানান দেন মাহি। সেই সব ছবিতেই প্রকাশ পেয়েছে মাহি-অপুর একে-অপরের প্রতি ভালোবাসা।

আরকে//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি