ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ক্যাটরিনাকে `আমার বেবি’ বলে সম্বোধন করলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ৮ জুলাই ২০১৮

সম্পর্ক ভেঙেছে। তাই বলে কি প্রাক্তনকে রাতারাতি ভোলা যায়! নানা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেলেও সালমান-ক্যাটরিনার বন্ধুত্ব এখনও অটুট। আর তা বুঝিয়ে দিলেন সলমন খান নিজেই। রেস থ্রি’র সাফল্যের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে `দ্য দাবাং ট্যুর রিলোডে` একসঙ্গে মঞ্চ মাতাচ্ছেন সল্লু-ক্যাট।

ওই শোয়ের সাংবাদ সম্মেলনে ক্যাটরিনাকে `মাই বেবি` বলে সম্বোধন করলেন ভাইজান।

ওই বৈঠকে মজার ছলে এক সাংবাদিক ক্যাটরিনাকে জানান, তার বেবির (সন্তান) জন্মদিন ১৫ জুলাই।

সেই কথার সূত্র ধরে সলমান বলেন,``আমার বেবির ১৬ জুলাই।`` ভাইজানের মুখে এমন কথা শুনে ক্যাটরিনার ঠোঁটে লাজুক হাসি দেখা যায়।

বলিউডে গুঞ্জন, রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা আবার সালমানের কাছাকাছি এসেছেন। তবে আর প্রেম নয়, শুধুই বন্ধুত্ব।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি