ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পূর্ণিমাকে চমকে দিলেন শাকিব খান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:২৯, ১১ জুলাই ২০১৮

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন চিত্রনায়িকা পূর্ণিমা। মধ্যরাত থেকেই ভক্তরা তাকে শুভেচ্ছা বাণীতে সিক্ত করছেন। এ দিন দুপুরে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তার চোখের কোনায় পানিও জমে ওঠে। চ্যানেল আই এর ‘তারকাকথন’ অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ণিমা। এ অনুষ্ঠানে তাকে ফোন করে চমকে দেন চিত্রনায়ক শাকিব খান। অন্যদিকে নায়ক ফেরদৌসের কথায় তার চোখে পানি চলে আসে।    

শাকিব খান ফোনে পূর্ণিমাকে ‘হ্যাপি বার্থডে পূর্ণিমা’ বলতেই কণ্ঠটা চিনে ফেলেন পূর্ণিমা। জন্মদিনের আয়োজনে অবাক হন শাকিবের ফোন পেয়ে। চলচ্চিত্রপাড়ায় শাকিব-পূর্ণিমার দূরত্ব নিয়ে একটা গুঞ্জন শোনা যায়। সেটি আজ ভুল প্রমাণিত হলো। পর্দার বাইরেও যে শাকিব-পূর্ণিমার মধ্যে দারুণ বন্ধুত্ব, সেটা দুজনের কথায় ফুটে ওঠে।

শাকিব খানের ফোনকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘এটা আসলেই অন্য ধরনের সারপ্রাইজ হয়ে গেল।’ পূর্ণিমা শাকিবের কাছে জানতে চান, ‘শাকিব, কোথায় তুমি? ঢাকায়, নাকি কলকাতায়?’ শাকিবের উত্তর, ‘আমি ঢাকাতেই আছি। তোমার বার্থডের জন্যই এসেছি।’

এরপর মজা করে পূর্ণিমা শাকিবকে বলেন, ‘এবার আমার জন্মদিনের পার্টিটা তুমি দাও।’ স্বভাবসুলভ হাসি দিয়ে শাকিবও বলেন, ‘তুমি চাইলে অবশ্যই দেব।’ শাকিব আরও বলেন, ‘তোমার জীবন পূর্ণিমার আলোর মতোই আলোকিত হোক। অনেক ভালোবাসা। অনেক দোয়া।’

এর আগে চিত্রনায়ক ফেরদৌস ফোন করে পূর্নিমাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অনেক কথা হলেও এখন পর্যন্ত সামনাসামনি পূর্ণিমাকে একটা কথা বলা হয়নি। আমরা যে নারীশক্তির কথা বলি, পূর্ণিমা তার উদাহরণ। অনেক দিন ধরে সে নিজের সঙ্গে যুদ্ধ করে আজকের জায়গা অটুট রেখেছে। আমাদের সবার পূর্ণিমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অনেক অনেক ভালো থেকো। তোমার শক্তি যেন থাকে কাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে। এই প্রত্যাশা ও দোয়া। অনেক অনেক ভালোবাসা।’

বন্ধু ফেরদৌসের কাছ থেকে এমন শুভেচ্ছা পেয়ে আবেগপ্রবণ হয়ে যান পূর্ণিমা। তাঁর চোখ ভিজে যায়। পূর্ণিমা বলেন, ‘আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে গেছি। সে আমার এত ভালো একজন বন্ধু, সুখে-দুঃখে সব সময় তাকে পাশে পাই। নানাভাবে আমাকে সহযোগিতা করছে।’

এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি