ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রিয়াকেই বেছে নিলেন সালমান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ১১ জুলাই ২০১৮

নতুন মুখ তৈরিতে সালমানের খানের বিকল্প কেউ হতে পারে না। বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন মুখদের সব সময় জায়গা করে দিয়েছেন তিনি। সে ডেইজি শাহ হোক কিংবা জারিন খান কিংবা ক্যাটরিনা কাইফ। বলিউডের সম্ভাবনাময় নায়িকাদের পাশে থেকে তাঁদের সুপ্রতিষ্ঠিত করতে সলমন খানের জুড়ি মেলা ভার। আর এবারও সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে ‘ভাইজান’-এর ‘ভরত’ থেকে। কেন জানেন?

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সালমান খানের ‘ভরত’-এ নাকি এবার দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সারা আলি খানের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত রিয়া নাকি এবার সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যদিও, এ বিষয়ে বলিউড ‘ভাইজান’ নিজে কিছু জানাননি।   

সালমান খানের এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির পর এবার রিয়া চক্রবর্তীকেও দেখা যেতে পারে। পাশাপাশি আরও শোনা যাচ্ছে, সালমান খানের এই সিনেমায় ক্যাটরিনা কাইফকেও দেখা যেতে পারে।

প্রসঙ্গত সিনেমাটি প্রযোজনা করছেন সালমান খানের ভগ্নিপতি আলভিরা খানের স্বামী অতুন অগ্নিহোত্রী।

এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি