ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দেখুন ভিডিও

সেলফি তোলা নিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখে ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১২ জুলাই ২০১৮

সালমান খানের ‘দাবাং ট্যুর’ বড় অ্যাওয়ার্ড শোয়ের থেকে কোনও অংশে কম নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই ‘দাবাং ট্যুর’ অনুষ্ঠিত হয়। বছরের ট্যুরে সালমান সহ এই শোতে পারফর্ম করেছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, প্রভু দেবা, মনিশ পল, গুরু রান্ধওয়া। ‘দাবাং রিলোডেড ট্যুর’ উত্তর আমেরিকার নয়টি শহরে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল শোটি অনুষ্ঠিত হয়েছিল ক্যানাডার টরন্টোতে।

সেখানে ক্যাটরিনার কাইফের সঙ্গে ঘটে গেল অপ্রত্যাশিত একটি ঘটনা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সালমান খানের ফ্যানেরা অভিনেত্রীকে অত্যন্ত খারাপভাবে কটাক্ষ করে। এমনকি সকলের সামনে ক্যাটরিনাকে এমনভাবে উত্যক্ত করে যে অভিনেত্রী ফিরে পাল্টা জবাব দিতে বাধ্য হন।

সকাল বেলা টরন্টোর রাস্তা দিয়ে নিজের ম্যানেজার এবং দেহরক্ষীদের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন ক্যাটরিনা। সেখানে স্বাভাবিকভাবে নায়িকার ভক্তরা জড়ো হয়ে ধাক্কাধাক্কি শুরু করে। ক্যাটের সঙ্গে একটি মাত্র সেলফি তুলবে তারা। এই আশায় একে অপরের গায়ে হুমড়ি খেয়ে পড়ছিল ভক্তরা। কিন্তু গট গট করে হেঁটে চলেছেন ক্যাটরিনা। পেছন থেকে আওয়াজ আসছে, ‘তোমার সঙ্গে একটা ছবি তুলতে চাই ক্যাটরিনা। একটা সেলফি প্লিজ।’

এই কথাগুলোর মাঝেই হঠাৎই অতিরিক্ত কড়া মন্তব্য কানে আসে অভিনেত্রীর।

‘We don’t want to take a picture with you’- ঠিক এই শব্দগুলোই সুর করে ক্যাটরিনাকে কটাক্ষ করে একদল মেয়ে। তারা রাস্তার একপাশে দাঁড়িয়ে গান করার মতো করে বলতে থাকে, ‘আমরা তোমার সঙ্গে একটাও ছবি তুলতে চাই না।’

ক্যাটরিনা এই মন্তব্যে একেবারেই চুপ থাকেননি। নিজের গাড়ি পর্যন্ত পৌঁছলেও ফিরে এসে তাদের যোগ্য জবাব দেন। উল্টে আবার তারা ক্যাটরিনার অ্যাটিটিউডের সম্বন্ধেও মন্তব্য করে।

বলতে থাকে, ‘একটু ভালো অ্যাটিটিউড আনো নিজের মধ্যে ক্যাটরিনা। তোমার সঙ্গে কেউ ছবি তুলতে চাইলে, তুমি পুরো এড়িয়ে চলে যাও।’

সেই তরুণীদের ক্যাটরিনার ম্যানেজার থামাবার চেষ্টা করলেও তারা থামেনি। অন্যদিকে ক্যাটরিনা বলতে থাকেন, ‘তোমাদের বোঝা উচিত যে টানা শো করে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ছি।’ বলেই তিনি সেখানে উপস্থিত অন্যান্য ভক্তদের সঙ্গে ছবি তুলতে শুরু করেন।

কেবল একটা দুটো নয়, অসংখ্য ছবি তুলতে থাকেন তিনি। এমনকি কয়েকজনকে অটোগ্রাফও দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই মেয়েগুলো ক্যাটরিনাকে আরও উত্যক্ত করার জন্য বলছিল, ‘এখানে আমরা তোমার জন্য আসিনি। শুধু সালমান খানের জন্য এসেছি।’

ভিডিওটি সোশ্যাল সাইটে আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। তবে এ বিষয়ে ক্যাটরিনা কাইফ বা সালমান খান কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি