ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পরকীয়া প্রেমের পরিণতি

নির্যাতনের কথা বর্ণনা করলেন চিত্রনায়িকা রাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১২ জুলাই ২০১৮

ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দ্রতে চলে এসেছেন। না, নতুন কোনো ছবিতে বাজিমাত করে নয়, শিরোনাম হয়েছেন অন্য কারণে। রিল লাইফের বাইরে রিয়েল লাইফেও পরকীয়া প্রেম করতে গিয়ে ধরা খেয়েছেন এই অভিনেত্রী। শাহীন নামের বিবাহিত এক ব্যক্তিকে ভালোবাসতেন রাকা। সেই ব্যক্তির স্ত্রী-কন্যা দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে নিজেই ফেসবুকে শেয়ার করেছেন বিষয়টি।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্যাতনের চিহ্ন সম্বলিত কয়েকটি ছবিসহ রাকা লিখেছেন, ‘এইভাবে শাহীনের পরিবার ও তার বৌ। শাহীনকে কয়েকদিন মোবাইলে পাইনি, খুঁজতে গিয়েছিলাম তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল। আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিং-এ হয়েছে। আমাকে সিড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো।’

রাকার ফেসবুক পোস্ট থেকে জানা যায় শাহীন নামের ওই ব্যক্তির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান। শাহীন তার অশান্তির কারণে পরিবার থেকে সরে আসবেন এমন শর্তেই নাকি রাকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গতকাল রাতে ফেসবুকে রাকা বিস্তারিত লিখেছেন।

ফেসবুকে পোস্টে রাকা আরও বলেন, ‘শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে বিয়ে করার প্রমিজ করে আমাকে কনভিন্স করেছে। নিজের বৌ-মেয়ে সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। বলেছে সে সুখী নয়, মায়া হয়েছিল তাই ভালোবেসেছিলাম এটাই আমার অপরাধ?’

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি