ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সুশান্তর সঙ্গে ফিরছেন স্বস্তিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৪ জুলাই ২০১৮

এক যুবক ও যুবতী বসে রয়েছেন পিছন ফিরে। পিছন থেকেই যুবকের মাথায় আটকানো রয়েছে রজনীকান্তের পোস্টার। জনপ্রিয় হলিউড ফিল্ম ‘ফল্ট ইন আওয়ার স্টারস’-এর হিন্দি রিমেক ‘কিজি অওর মান্নি’ সিনেমার পোস্টারটি অনেকটা এমনই।

সম্প্রতি, প্রকাশ্যে এসেছে এই সিনেমার পোস্টার। সেই পোস্টার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

পরিচালক মুকেশ ছাবরারের এই বিগ বাজেটের বলিউড সিনেমাতে এবার দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পরিচালক দিবাকর বন্দোপাধ্যায়ের ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’তে অভিনয় করার পর এটা স্বস্তিকার দ্বিতীয় হিন্দি সিনেমা। মাঝে অবশ্য ‘আরোন’ নামে একটা মারাঠি সিনেমাতেও কাজ করেছেন স্বস্তিকা। সে যাই হোক, ‘কিজি অওর মান্নি’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত ও ‘ফুকরে’ খ্যাত সঞ্জনা সঙ্ঘী-কে। সিনেমাতে সেই সঞ্জনার মায়ের চরিত্রেই অভিনয় করবেন স্বস্তিকা। জানা গেছে, স্বস্তিকার এই চরিত্রটি এক বাঙালি মহিলার চরিত্র।

দুই ক্যানসার আক্রান্ত রোগীর প্রেমের মর্মস্বর্শী গল্প লিখেছিলেন জন গ্রিন, সেই গল্পই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন হলিউড পরিচালক জশ বুন। সেই সিনেমারই হিন্দি রিমেক বানাচ্ছেন মুকেশ ছাবরা।

প্রসঙ্গত, স্বস্তিকার আগের হিন্দি সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’তেও তাকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। মুম্বাই, জামশেদপুর ও প্যারিসে হয়েছে সিনেমার শুটিং।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি