ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দীপিকার চরিত্রে অভিনয় করতাম: জাহ্নবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:২৬, ১৬ জুলাই ২০১৮

বলিউডে অভিষেক হতে যাচ্ছে জাহ্নবী কাপুরের। ভারতের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবীর অপেক্ষায় এখন সবাই। ‘ধড়ক’ ছবির মাধ্যমে রুপালী পর্দায় আসছেন তিনি। তাই জাহ্নবী ছবিটি নিয়ে বেশ উছ্বসিত।

এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, সবসময় রুপালি পর্দায় নিজেকে দেখতে চেয়েছিলাম।    

তিনি আরো বলেন, “আমার বোন খুশি কাপুর আর আমি ‘ওম শান্তি ওম’ ছবিতে বুদ হয়ে থাকতাম। ফারাহ খান পরিচালিত ওই ছবিতে শাহরুখ খান ও দিপীকা পাডুকোন অভিনয় করেছিলেন। ‘ওম শান্তি ওম’-এর বিভিন্ন দৃশ্যের মত আমরা দুজনে অভিনয় করতাম। জোর করে শাহরুখের চরিত্রে খুশি এবং দিপীকার চরিত্রে আমি অভিনয় করতাম।’ এমন কথা জানিয়েছে এনডিটিভি।

অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্যই জাহ্নবী অভিনয়, আর্ট ও ফ্যাশনের ওপর কোর্স করেছেন। তিনি বলেন, ‘যখন আমি অভিনয় বিষয়ে প্রশিক্ষণ শুরু করি তখন মনে হয়েছিল আমরা যেটা মন থেকে অনুভব করি সেটা মানুষের সামনে তুলে ধরলে দারুণ আনন্দ পাওয়া যায়।’

‘ধড়ক’ ছবিটি মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাতে’র রিমেক। শশাঙ্ক খইতান পরিচালিত এই ছবিটিতে জাহ্নবীর বিপরীতে ইশান খাত্তার অভিনয় করেছেন। ‘ধড়ক’ ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। ছবিটি আগামী ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি