ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বলিউডে পা দেওয়ার আগেই স্বামীকে কাঠগড়ায় তুললেন হাসিন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ০০:০৫, ১৭ জুলাই ২০১৮

ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান আবারও তাঁর স্বামীর বিরুদ্ধে সরব হলেন। হাসিন এ দিন তাঁর ক্রিকেটার স্বামীকে ‘যৌন আসক্ত’ বলে অভিহিত করেছেন। এমনকী শামিকে ক্লিনচিট দেওয়ার জন্য টার্গেট করেছেন বিসিসিআইকেও। সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন হাসিন। তার আগে শামিকে নিয়ে কঠোর মন্তব্য করলেন হাসিন।  

রোববার এক সাক্ষাৎকারে হাসিন বলেন, তিনি খ্যাতি লাভের আশাতেই শামিকে বিয়ে করেছেন এ ধারণা ভুল। তাঁর কারণ আমি যে পেশায় ছিলাম, তাতে চেষ্টা করলেই খ্যাতিলাভ করতে পারতাম নিজেই। তার জন্য শামিকে বিয়ে করার দরকার হত না। আর যদি কেউ মনে করেন, আমি সত্যিই চিত্তাকর্ষক হতে চাইতাম, আমি শামিকে বিয়ে করতাম না।    

আমি একজন ব্যবসায়ীকে বিয়ে করতাম। আর আগেই মুম্বাইয়ে চলে যেতাম। সেখানে গিয়ে নিজের ক্যারিয়ার নিয়েই ভাবতাম। কিন্তু তা আমি করিনি। এখন ভাবছি আমার ভবিষ্যতের জন্য, আমার মেয়ের ভবিষ্যতের জন্য। সেই কারণেই বলিউডে আত্মপ্রকাশ এবং আমাকে আমজাদ খানের ফতোয়া ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে।

শামির বিরুদ্ধে সমালোচনা করে তিনি আরও বলেন, তাঁর স্বামী ক্রিকেটার শামি এখন বিবাহবিচ্ছেদ চাইছেন। আমার মধ্যে প্রয়োজনীয় গুণাবলী ছিল না বলে তিনি বিবাহ-বিচ্ছেদ চাইছেন তা নয়, অসদাচরণের জন্যই তিনি বিবাহ বিচ্ছেদ চাইছেন। কারণ শামি যৌনাসক্ত একজন পুরুষ। আমি তাঁর অবাধ যৌনাচরণে বাধা সৃষ্টি করেছিলাম বলেই এত সমস্যা।

আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। এমন কী আমাকে ধর্ষণের চেষ্টাও করা হয়েছিল। গত মার্চ মাসে, হাসিন জাহান তাঁর স্বামীর বিরুদ্ধে বহু নারী সঙ্গ, অসৎ চরিত্র এবং গার্হস্থ্য হামলার অভিযোগসহ ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনেছিলেন।

আইপিএলের আগে তিনি দাবি করেছিলেন, শামি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও যুক্ত। যদিও বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী শাখা তাঁকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে ক্লিনচিট দেয়। (সুত্রঃ ওয়ান ইন্ডিয়া)

কেআই/এসি      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি