ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অভিনয় ছেড়ে দিচ্ছেন ক্যাটরিনা!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ১৭ জুলাই ২০১৮

তাহলে কী সিনেমায় অভিনয় ছাড়তে চলেছেন ক্যাটরিনা? কেরিয়ারে এত ভাল সময়ে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিচ্ছেন তিনি? একের পর এক ছবি তো তার হিট হচ্ছে৷ সালমানের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে রাজত্বও করছেন ক্যাটরিনা ৷ তাহলে এমন কী হল যার জন্য অভিনয় ছাড়ছেন ? 

১৬ জুলাই ৩৫ বছরে পা দিয়েছেন সুন্দরী ক্যাটরিনা৷ পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন লন্ডনে৷ এরই মাঝে এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে ক্যাটরিনা জানালেন তার ভবিষ্যত প্ল্যানিংয়ের কথা৷ আর সেখানেই ক্যাট জানিয়ে দিলেন, বেশিদিন আর অভিনয় করবেন না তিনি ৷

ক্যাটরিনা জানালেন, ভগবানকে ধন্যবাদ ৷ আমি বলিউডে ভালো ভালো কাজ পাচ্ছি৷ বক্স অফিসে সেগুলো ভালো ব্যবসাও করছে৷ তবুও আমার প্ল্যানিং রয়েছে, অভিনয়ের পাশাপাশি প্রোডাকশন হাউজও খুলব৷ প্রথমে অবশ্য এটা জয়েন্ট ভেঞ্চার হবে৷ তারপর নিজের প্রোডাকশন হাউজ খোলার ইচ্ছে রয়েছে ৷  

এই একই সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, আমি কোনো আত্মজীবনী লিখছি না৷ লেখার কোনো ইচ্ছাও নেই৷ তাই এই ধরণের গুজবে কান দেওয়া উচিত নয়৷  

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি