ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শত্রুতা ভুলে ক্যাটকে দীপিকার শুভেচ্ছা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১৮, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দিপীকা পডুকোন বলিউডে এখন সবচেয়ে দামি অভিনেত্রী। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। কিন্তু এই দুই অভিনেত্রীকে কখনো এক সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। বরং তাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ— এমনটাই জানে বি-টাউন। হয় তো অভিনেতা রণবীর কাপুরের কারণেই তাদের এই শত্রুতা।   

রণবীর ও দিপীকা একসময় চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু তাদের সে প্রেম বেশিদিন টেকেনি। এর কারণ ছিল ক্যাটরিনা কাইফ। দিপীকার সঙ্গে ব্রেকাপের পরই ক্যাটরিনার সঙ্গে প্রেম শুরু করেন রণবীর। আর এতেই নাকি দিপীকা বেশ ক্ষিপ্ত হন ক্যাটরিনার প্রতি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বছর শাহরুখ খানের আয়োজনে এক অনুষ্ঠানে দিপীকা ও ক্যাটরিনার বিবাদ মিটে যায়। সেজন্যই বোধহয় গতকাল ক্যাটরিনা কাইফের জন্মদিনে শুভেচ্ছা জানান দীপিকা। ৩৫তম জন্মদিন ছিল ক্যাটরিনার। তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেন। তিনি সেখানে বলেন, ‘আজ আমার ২১তম জন্মদিন... ওকে ফাইন... ফিউ মোর ইয়ার্স... ক্রেডিট বাই মম।’

ক্যাটরিনার এই ছবিটিতে বলিউডের অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো দিপীকা পাডুকোন তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন। তোমার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি সবসময়।’

এ ছাড়া ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, সোনম কাপুর,আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ ও আনুশকা শর্মাসহ অনেকে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি