ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

একা থাকার রহস্য জানালেন ক্যাটরিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৭ জুলাই ২০১৮

বছর দুয়েক আগে তার বিয়ের গুঞ্জনে মুখরিত ছিল পুরো বলিউড পাড়া। কিন্তু রনবির কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে তো দূরের কথা, আর নতুন কোনো সম্পর্কেই জড়াননি ক্যাটরিনা কাইফ।

কিন্তু তিনি একাকীত্ব জীবন কেন বেঁচে নিলেন? গতকাল (সোমবার) ছিল এই অভিনেত্রীর ৩৫তম জন্মদিন। এই উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ‘একা’ থাকার রহস্য নিয়ে নিজেই মুখ খুললেন তিনি।  

ক্যাটরিনা জানান,‘আসলে যখন কেউ একা থাকে তখন নিজেকে যাচাই করা যায়। নিজের পছন্দ সম্পর্কেও ধারণা হয়। প্রেম, বিয়ে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, ‘ভালোবাসা যখন আসার আসবে। এটা নিয়ে আমার কোনো তাড়া নেই। মাঝে-মধ্যে একা থাকা নিজের জন্য খুব ভালো। আমি জানি যা হওয়ার ঠিক সময়ই হবে।’

উল্লেখ্য, এবারের জন্মদিন পরিবার ও বন্ধুদের নিয়ে ইংল্যান্ডে পালন করেছেন ক্যাটরিনা।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি