ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিভিন্ন কারণ মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্রে থাকেন সালমান খান। একাধিক মহিলার সঙ্গে শুধু সম্পর্কই নয়, একাধিক সহ অভিনেত্রীর সঙ্গেও তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সঙ্গীতা বিজলানী থেকে ঐশ্বরিয়া তথা ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্ক ঘিরে একাধিক তথ্য রয়েছে।
তবে এতো দিনে শোনা যায়নি জুহি চাওলার সঙ্গে সালমানের সম্পর্কের কথা। কিন্তু সালমান জুহিকে বিয়ে করার জন্য একসময় অভিনেত্রীকে প্রস্তাব দেন। সলমনের পুরনো এক সাক্ষাৎকারে এই তথ্য় জানিয়েছিলেন সালমান নিজে।

এই সাক্ষাৎকারে সালমান বলেন, জুহি ভীষণ মিষ্টি মেয়ে। আমি তার বাবাকে বলেছি যে- তিনি যেনো জুহিকে আমার সঙ্গে বিয়ে দেন। কিন্তু তিনি স্পষ্ট ‘না’ বলে দেন।
উল্লেখ্য, সালমান ও জুহিকে কখনও কেনো সিনেমার নায়ক-নায়িকা হিসাবে দেখা যায়নি।

এ প্রসঙ্গে সালমান ওই পুরনো সাক্ষাৎকারটিতে বলেন, জুহি কোনও দিনই আমার সঙ্গে অভিনয় করতে চাননি।
উল্লেখ্য়, করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ একবার জুহি জানিয়েছিলেন যে সালমান ও তাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ওঠে। বলা হয়, জুহি নাকি সলমনের সঙ্গে অভিনয় করতে চান না। তবে সেকথা মিথ্যা বলে দাবি করেন জুহি।

সূত্র :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি