ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অানুশকার জীবনের ‘সেরা’ সিদ্ধান্ত কোনটি! টুইটারে যা বললেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ২৩ জুলাই ২০১৮ | আপডেট: ১১:১২, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গত বছরের শেষের দিকে অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলির বিয়ে ছিল সবচেয়ে হাইপ্রোফাইল সেলেব-ম্যারেজ! ইতালিতে বসেছিল এই বিয়ের রাজকীয় আসর। এই সেলেব্রিটি দম্পতির বিয়েকে কেন্দ্র করে লাইমলাইটের অভাব ছিল না। অনেকেই ভেবেছিলেন, বিয়েকেই হয়তো অনুষ্কা জীবনের সেরা ঘটনা বলে মনে করেন। কিন্তু এদিন, অনুষ্কার টুইট সেই ধারণা কিছুটা পাল্টে দিল!  

বিরাট-ঘরনী অনুষ্কা এদিন `পেটা`- (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যালস) র তরফে বিজ্ঞাপন করেন। টুইটে ওই বিজ্ঞাপনে অনুষ্কা লেখেন ,` আমি অনুষ্কা শর্মা, আমি ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান হওয়া আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত`। অনুষ্কার দাবি, তিনি নিরামিষাসী হয়ে আরও বেশি শক্তি ,উদ্যোম পেয়ে থাকেন কাজে। নিজেকে আরও বেশি স্বাস্থ্যবতী বলে তাঁর মনে হয়। পাশাপাশি তাঁর দাবী, `কোনও পশুকে আমার খাদ্য হওয়ার জন্য মরতে হয় না।`

উল্লেখ্য, গত ৩ বছর ধরে নিরামিষভোজী অনুষ্কা। ২০১৫ সালে তিনি `পেটা`-র তরফে `হটেস্ট ভেজিটেরিয়ান সেলেব্রিটি ২০১৫` এর তকমা পেয়েছিলেন। পশুপ্রাণীদের জন্য তিনি মুম্বইয়ে একটি ফার্ম খুলবেন বলেও জানিয়েছেন। ফলে নিরামিষ-ভোজী অনুষ্কা আপতত ফিল্মের কাজের ব্যস্ততার মধ্যে পশুপ্রেমের মধ্যেও নিজেকে ডুবিয়ে রাখতে চান। সূত্র: ওয়ান ইন্ডিয়া  

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি