ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সালমানের সঙ্গে সম্পর্ক যেন ‘দুঃস্বপ্নের’ মত: ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:০২, ২৪ জুলাই ২০১৮

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কের পুরো সময়টা রোমান্সে ঠাসা। ১৯৯৮ সালে তাঁদের সম্পর্কের সূত্রপাত।

সঞ্জয় লীলা বনশালির হাত ধরে যখন ‘হাম দিল দে চুকে সনম’ করছেন সালমান খান-ঐশ্বর্য তখন তাঁদের জুটি রূপকথার চেয়ে কোনো অংশে কম ছিল না। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই জুটি। পর্দার চেয়ে বাস্তবে আরও বেশি মোহনীয় হয়ে উঠে তাদের একান্তে সময় কাটানো, ঘুরে বেড়ানো। বিয়েরও কথা বার্তা চলছিল। কিন্তু, ধীরে ধীরে শেষ হয়ে যায় ‘আঁখ কি গুস্তাখিয়া’র দিন। ২০০১ সালে সালমন খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বিশ্ব সুন্দরীর।

২০০১ সালে যখন সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন ঐশ্বর্য, তখন অবাক হয়ে যায় বলিউড। রাই-এর মন ভাঙাতে অনেক চেষ্টাও করেছিলেন সালমান। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজ হয়নি। সালমানের সংস্পর্শে আসতেও ‘না’করে দেন রাই সুন্দরী। শুধু তাই নয়, সালমানের সঙ্গে সম্পর্ক তাঁর কাছে দুঃস্বপ্নের মত। তিনি আর কখনও সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান না। তাঁর সম্পর্কে কোনো কথাও বলতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন ঐশ্বর্য।

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি