ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আবদুল্লাহ আবু সায়ীদের গল্পে নায়িকা মৌসুমী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ২২:০৫, ২৪ জুলাই ২০১৮

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিন ২৫ জুলাই। তার জন্মদিনকে ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে চ্যানেল আই।

আবদুল্লাহ আবু সায়ীদের গল্প থেকে নির্মাণ করা হচ্ছে টেলিছবি ‘রূবিরন’। এটি এই বরেণ্য সাহিত্যিকের জন্মদিনে প্রচার হবে।  

চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমীরুল ইসলামের তত্ত্বাবধানে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোঃ মাহফুজুল হক এবং মাইনুল হাসান হীরা।

এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন প্রিয়দর্শনী নায়িকা চিত্রনায়িকা মৌসুমী।

চ্যানেল আই সূত্রে জানা যায়, আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে শুভাশিস জানাতেই তাদের এ আয়োজন।

টেলিছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সালমান রাইয়ান। এতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, কৃতিকা, কাজী উজ্জ্বল, শিরীন বকুল, বি এম আজাদ, সাজু মেহেদী, শাহনেওয়াজ, তিথি, শারিকা, রিন্টু প্রমুখ। এটি প্রযোজনা করেছেন হারুন রশীদ খন্দকার।

টেলিফিল্মটি ২৫ জুলাই (বুধবার) দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি