ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাদা পোশাকে মোহময়ী বলিউড সুন্দরীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৫ জুলাই ২০১৮

কখনও শাড়ি, কখনও বা গাউন। আবার কখনও মিনি ড্রেস। সাদা রঙের পোশাকেও সবার মনে ঝড় তুলেছেন বলিউড নায়িকারা। বিভিন্ন সময় তারা তাদের পোশাকের বৈচিত্র্য আনতে সাদা রঙকে বেছে নিয়েছেন। এই সাদা রঙের পোশাকে তারা হয়ে উঠেছেন অনেক বেশি মোহময়ী। তাই বলিউড সুন্দরীদের সাদা পোশাকের চিত্র নিয়ে এ প্রতিবেদন-

কঙ্গনা রানাওয়াত

বলিউডে ফ্যাশন ট্রেন্ডারদের অন্যতম কঙ্গনা। কিছু দিন আগেই মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে ক্লাসিক সাদা শাড়ি, আর কোঁকড়ানো চুলে স্নিগ্ধ তন্নু ওয়েডস মন্নু হিরোইনকে। ম্যাচিং জুতো, পছন্দের হ্যান্ডব্যাগও নিতে ভোলেননি।

বিপাশা বসু

সাদা একটা ব্লিংগি মিনিস্কার্ট আর মাথায় একটা ‘হেয়ার রিথ’। সিম্পল লুকে থাকলেও চোখ ফেরানো যাচ্ছে না বিপাশার দিক থেকে।

দীপিকা পাড়ুকোন

সিম্পল একটা শর্ট ব্লিঙ্কিং সাদা পোশাক। কানে ছোট্ট টপ, আর ঠোঁটে হট রেড লিপস্টিক। ব্যস, তাতেই মাত করেছেন দীপিকা।

দিয়া মির্জা

প্রিয় রং সাদাতে প্রায়ই দেখা যায় এই নায়িকাকে। চিক অফ এই সাদা ড্রেসে, নো-মেক আপ লুকে দিব্যি মানিয়েছে কিন্তু দিয়াকে।

ক্যাটরিনা কাইফ

বার্বি ফেস কেন বলা হয় তাকে তারই কি উত্তর দিচ্ছেন ক্যাট? কিউট, ছোট্ট এই সাদা পোশাকে কেমন লাগছে বলুন তো নায়িকাকে?

মালাইকা অরোরা

বডিকেন ড্রেসে কেমন লাগছে দুই সন্তানের জননী মালাইকাকে। ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্লেরও প্রিয় রঙ নাকি সাদা।

প্রিয়ঙ্কা চোপড়া

অ্যাওয়ার্ড ফাংশন কিংবা সামাজিক অনুষ্ঠান, পিগি চপস কিন্তু সাদা রঙেই মাত করেছেন। অসংখ্য বার সাদা পোশাকে দেখা গিয়েছে ‘কোয়ান্টিকো’ অভিনেত্রীকে।

সোনাক্ষী সিংহ

ফ্যাশন নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন ‘আকিরা’ নায়িকা। জাঙ্ক জুয়েলারির সঙ্গে সাদা এই পোশাকটিতে বেশ লাগছে কিন্তু তাকে।

ঐশ্বরিয়া রাই

ফ্যাশন তাকে ফলো করে চলে। তিনি যা পরেন, বাকিরা তা নিয়েই চর্চা করে। বিশ্বসুন্দরীকে ২০১৫ সালের কান উৎসবে এই পোশাকে দেখা গিয়েছিল।

কারিনা কাপূর

ফ্যাশন ডিভা কারিনার সন্তান তৈমুর তখনও পৃথিবীর আলো দেখেনি। সেই সময় এই সাদা পালাজো-আনারকলিতেই চোখ ধাঁধান সাইফ-পত্নী।

সোনম কাপূর

বলিউড টাউনে তার ফ্যাশন নিয়ে সবসময়ই চর্চা হতে থাকে। প্যারিসে র‌্যাম্পে হাঁটার সময় র্যাল্ফ অ্যান্ড রুসোর উইন্টার কালেকশন হোয়াইট ড্রেসই বেছে নিয়েছিলেন সোনম।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি