ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে ভিডিও থেকে ঐশ্বরিয়া-অভিষেকের ঝামেলার গুঞ্জন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৫ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৩৭, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়ার সঙ্গে নাকি ঝামেলা হয়েছে অভিষেক বচ্চনের। সেই কারণেই বিমানবন্দরে মেয়ের হাত অভিষেককে ধরতে দেননি ঐশ্বরিয়া।

সম্প্রতি এমন খবরের কারণে ক্ষোভ উগরে দেন অভিষেক বচ্চন। বিষয়টি নিয়ে টুইটও করেন জুনিয়র বচ্চন।

তিনি বলেন, সত্যিটা না জেনে যেন কেউ খবর না করেন। কিন্তু, কেন ঐশ্বরিয়া, অভিষেককে নিয়ে এমন খবর প্রকাশ্যে এল, জানেন?

সম্প্রতি একটি ওয়েবসাইটের পক্ষে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে ঐশ্বরিয়া, অভিষেক এবং আরাধ্যাকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। লন্ডন থেকে ফেরার সময়ই ক্যামেরাবন্দি হন ঐশ্বরিয়া, অভিষেকরা। সেখানে মায়ের হাত ধরে হাঁটতে দেখা যায় আরাধ্যাকে। অভিষেক মেয়ের হাত ধরতে গেলে, বাবার হাত সরিয়ে দেয় আরাধ্যা। ওই ঘটনা ক্যামেরাবন্দি হতেই, তা ছড়িয়ে পড়ে হু হু করে। এরপরই ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের ঝগড়া হয়েছে বলে খবর ছড়ায়।

যদিও, ওই ওয়েবসাইটের বিরুদ্ধে অভিষেক ক্ষোভ প্রকাশ করলে, তাদের পক্ষে সেই খবর সরিয়ে দেওয়া হয়।

দেখুন সেই ভিডিও :

 

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি