ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মুক্তি পেল পোস্টার ও গান

টালিউডে শাকিবের নতুন সিনেমা ‘নাকাব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ২৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৩৭, ২৫ জুলাই ২০১৮

তিনি এখন দুই বাংলার জনপ্রিয় নায়ক। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে টালিউডে জনপ্রিয় হয়ে উঠছেন। এবার শাকিবকে দেখা যাবে টালিউডের নতুন সিনেমা ‘নাকাব’-এ। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার। একই সঙ্গে মুক্তি পেয়েছে সিনেমার গানও।

নতুন এই সিনেমায় টালিউড অভিনেত্রী নুসরত, সায়ন্তিকার মতো নামী অভিনেত্রীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে শাকিবকে। সিনেমাটি পরিচালনা করছেন রাজীব কুমার।

উল্লেখ্য, এই প্রথমবার টালিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা এসভিএফ-এর কোনও সিনেমাতে দেখা যেবে শাকিবকে।

‘নাকাব’ একটি খুনের ঘটনা নিয়ে তৈরি সিনেমা। ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান। যাতে দেখানো হয়েছে এক খুনের মামলায় জড়িয়ে পড়েন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ক্রমেই লড়াই চালিয়ে যান শাকিব। আর তার এই লড়াইয়ের বিভিন্ন ধাপে আসেন সায়ন্তিকা ও নুসরত। সিনেমাতে এই তিন তারকা ছাড়াও রয়েছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায়।

প্রকাশিত গানটি দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি