ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৌ’র সঙ্গে অভিনয় করে উচ্ছ্বসিত মৌটুসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২৫ জুলাই ২০১৮

দেশের অন্যতম মডেল সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। এ দুই শিল্পী ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করছেন। নাম ‌‘উড়ো চিঠি’। 

নাটকটির শুটিং চলছে। শুটিংয়ের ফাঁকেই মৌ প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘মৌ আপাকে যখন থেকে মডেলিং করতে দেখেছি, তখন থেকেই আমি ওনার ভক্ত। ভীষণ পছন্দ করি। আর এখন আমরা একসঙ্গে কাজ করছি! এটা তো অনেক বড় পাওয়া।’

তিনি আরও জানান, একটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। একটি সংকটকে ঘিরে এর কাহিনি এগুবে।

আগে দুজনে একটি ফটোশুটে অংশ নিলেও মৌয়ের সঙ্গে এটাই তার প্রথম নাটক।
মৌটুসী বলেন, ‌‘ছোটবেলা থেকে আমি মূলত দুজন মানুষকে মুগ্ধতা নিয়ে দেখি। একজন শম্পা রেজা আপু অন্যজন মৌ আপু। এই দুজনের মধ্যে কী যেন আছে। উনাদের দেখলে মুগ্ধতা আমার কাটে না। মৌ আপুর সঙ্গে প্রথম নাটক। তার সঙ্গে কাজ কলাম। মুগ্ধ হলাম।’
‘উড়ো চিঠি’ নাটকটি পান্থ শাহরিয়ারের রচনায় পরিচালনা করছেন আরিফ খান।
এতে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, মনোজ প্রমুখ।
নাটকটি নাগরিক টিভির ঈদ আয়োজনে প্রচারের কথা রয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি