ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নতুন লুকে পূর্ণিমা! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১১, ২৬ জুলাই ২০১৮

সম্প্রতি পূর্ণিমা নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে তিনটি ছবি পোস্ট করেছেন। এই রিপোর্টটি লেখা পর্যন্ত তার ওই ছবিগুলোতে লাইক পড়েছে ১৩ হাজার এবং কমেন্ট করেছে প্রায় ৬শ জনের।

তার ছবিতে যেভাবে লাইক আর কমেন্টস পড়েছে তাতে বুঝা যাচ্ছে দর্শক-ভক্তদের নিকট তার আবেদন একটুও কমে নি বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের ভক্ত সংখ্যা বেড়েই চলছে।  

তার ওই ছবিগুলোতে কমেন্ট করতে গিয়ে একজন লেখেন, জীবনের প্রথম যে দিন প্রিয় নায়িকাকে সামনে দেখে ছিলাম সেই সময় মুখ থেকে কোন কথা বের হয়নি আমার, শুধু চেয়ে দেখেছিলাম।

আরো একজন লেখেন, আপনাকে যত দেখি ততই অবাক হই। মানুষের বয়স বাড়ে, আপনার বয়স দিন দিন কমেই চলেছে।

পূর্ণিমা ‘জ্যাম’ ছবির মাধ্যমে আবার বড় পর্দায় ফিরছেন। আগামী অক্টোবর থেকে ‘জ্যাম’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কে পূর্ণিমা গণমাধ্যমাকে বলেন, সিনেমার প্রতি তো সব সময়ই আমার দুর্বলতা কাজ করে। যেহেতু আমার শুরুটা সিনেমা দিয়েই। মাঝে অনেক দিন সিনেমায় অভিনয় করা হয়নি। 

তিনি আরো বলেন, আমি চেয়েছিলাম, ভালো একটা গল্পের সিনেমা দিয়ে ফিরতে। তার জন্য অপেক্ষা করছিলাম। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাই যখন এই সিনেমার গল্পটা শোনালেন, আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি ভালো একটি কাজ হবে।  

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি