ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ক্যাটরিনাকে এড়িয়ে যান ইউলিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ২৬ জুলাই ২০১৮

পুর্ণা প্যাটেলের বিয়ে। আর সেখানে সালমান খানের গার্লফ্রেন্ড ইউলিয়া ভানতুর কী দেখে একেবারে হতভম্ব হয়ে যান।

জানা গেছে, পূর্ণা প্যাটেলের বিয়ের অনুষ্ঠানে সালমানের সঙ্গে হাজির হন ইউলিয়া। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে অতিথিদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন ইউলিয়া। কিন্তু রোমানিয়ান কন্যাকে চমকে দিয়ে সেখানে হাজির হন ক্যাটরিনা কাইফ। বলিউডের ‘বার্বি ডল’-কে ওই অনুষ্ঠানে দেখে হকচকিয়ে যান ইউলিয়া। তার কথাও রীতিমত বন্ধ হয়ে যায়। এক কথায়, ক্যাটরিনাকে সেখানে দেখে একেবারে ‘থ’ হয়ে যান ইউলিয়া ভানতুর।

জানা যায়, ক্যাটরিনাকে দেখা মাত্র, যে কোনও উপায়ে তাকে এড়িয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতে শুরু করেন ইউলিয়া। তবে শুধু এখানেই নয়। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেও ক্যাটরিনাকে এড়িয়ে যান ইউলিয়া। হাই প্রোফাইল ওই ইফতার পার্টিতে কোনওভাবেই ইউলিয়ার মুখোমুখি হননি ক্যাটরিনা।

এদিকে সালমান খানের সাবেক বান্ধবী ক্যাটরিনা কাইফকে নিয়ে ভাবেন না তিনি। এমনকী, সালমানের সঙ্গে ক্যাটরিনার স্ক্রিন শেয়ারের বিষয়টি নিয়েও একেবারেই মুখ খুলতে নারাজ ইউলিয়া। কিন্তু, সালমানের সঙ্গে ক্যাটরিনার বাড়তি বন্ধুত্বের দাপটেই নাকি ইউলিয়ার সঙ্গে ‘ভাইজান’-এর সম্পর্কে ভাটা পড়ে। এমনও গুঞ্জন শুরু হয় বি টাউনে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি