ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন করে একসঙ্গে আসিফ-আঁখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর জুটি এরই মধ্যে কয়েকটি গান শ্রোতাদের উপহার দিয়েছেন। সর্বশেষ এ জুটির ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামে গানটির ভিডিও প্রকাশের পর শ্রোতাপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় আবারও একসঙ্গে নতুন গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সেটির মিউজিক ভিডিওতে মডেল হলেন তারা। তাদের এই নতুন গানের শিরোনাম ‘ওরে পাখি’।

সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গেল সপ্তাহে রাজধানীর তেজগাঁও কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন আসিফ ও আঁখি। গানটির ভিডিও পরিচালনা করছেন চন্দন রয় চৌধুরী।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ওরে পাখি’ গানটি রোমান্টিক ধাঁচের। সুহৃদ সুফিয়ানের কথায় এর সুর-সংগীতায়োজন করেছে জুয়েল মোর্শেদ। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশক’টি গান শ্রোতারা পছন্দ করেছেন। সর্বশেষ ‘টিপ টিপ বৃষ্টি’ গানটিও দর্শক-শ্রোতাদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আশা করছি ‘ওরে পাখি’ গানটিও সবাই পছন্দ করবেন।

জানা গেছে, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ওরে পাখি’ গানটির মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিকের ব্যানারে প্রকাশ হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি