ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সবে ২৮, এখনই বিয়ে কেন: মিমি চক্রবর্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ২৮ জুলাই ২০১৮

সময়ের অন্যতম হট নায়িকা মিমি চক্রবর্তী। গত কয়েক বছর ধরেই টালিউড কাপাচ্ছেন। সম্প্রতি তার সম সাময়িক অভিনেত্রী শ্রভশ্রীর বিয়ে হয়ে গেছে। বিয়েটাও হয়েছে পরিচালক রাজচক্রবর্তীর সঙ্গে, যাকে মিমি ভালোবাসতেন বলে প্রচার আছে।

রাজ-শ্রভশ্রীর বিয়ে হয়ে যাওয়ার পর মিমি অনেকটাই ব্যাকফুটে। এ নিয়ে বেশ মুখরোচক মন্তব্যও শুনতে হচ্ছে মিমিকে। তবে এসব নিয়ে একদমই কোনও দ্বন্দ্বে নেই মিমি। এমনটাই জানিয়েছেন। এখন ক্যারিয়ার নিজেই ব্যস্ত থাকতে চান। প্রেম, বিয়ের ব্যাপারে কিছুই ভাবছেন না। বিষয়টি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে মিমি বলেন, ‘আমার তো মোটে ২৮ বছর বয়স! এখনই কেন বিয়ে করতে হবে?

বিয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন ক্যারিয়ারের যে জায়গায় আছি, সেখানে আমার ক্রাফ্ট, আমার পারফরম্যান্স— এগুলো নিয়েই ভাবছি। কারণ লোকে আমাকে যেটুকু চেনে, যতটুকু ভালোবাসে, সেটা আমার কাজের জন্য। এটা না থাকলে তো আই ওয়াজ় আ নোবডি!

এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ অনেক। তবে এ নিয়ে মিমির ভাষ্য, ‘আমি কখনোই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারও কাছে গল্প করতে যাই না। বেশির ভাগ সময়ে দেখেছি লেখা হয়, মিমি নাকি এ রকম করেছে, তা হলে কি ব্যাপারটা এই... এসব। কোথাও আমার কোড পাবেন না।

এদিকে রাজ-শুভশ্রীর বিয়েতে আমন্ত্রণ পাননি মিমি। কথাটি স্বীকার নিয়েছেন তিনি। তবে এই বিয়েতে দেব তো ঠিকই আমন্ত্রিত ছিলেন? এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে মিমি বলেন, এটা ওরাই ভালো বলতে পারবে।

সূত্র : আনন্দবাজার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি