ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঈদে একই পরিচালকের চার নাটকে মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২৯ জুলাই ২০১৮

বিশেষ দিবস ছাড়া অন্য কোনো সময় নাটকে খুব একটা দেখা যায় না অভিনেত্রী মিথিলাকে। এবার কোরবানির ঈদের জন্য নির্মিত একই পরিচালকের চারটি নাটকে অভিনয় করেছেন মিথিলা।

নাটকগুলো হচ্ছে- ‘লং ড্রাইভ’, ‘তুমি কিংবা ঘাসফুল’, ‘বাষ্পপত্র’ ও ‘যখন কখন’। এগুলো পরিচালনা করছেন শুভ। ‘লং ড্রাইভ’ ও ‘বাষ্পপত্র’ নাটকে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব এবং অন্য দুটিতে রয়েছেন এসএন জনি।

নাটকগুলো প্রসঙ্গে মিথিলা বলেন, ‘দেশের বাইরে টানা কয়েকটি নাটকের কাজ করা এবারই প্রথম। যেহেতু একই পরিচালকের কাজ ছিল তাই সময় নিয়ে কাজগুলো করে ফেললাম। প্রতিটি নাটকেরই গল্প সুন্দর। সহশিল্পী হিসেবে অপূর্ব তো সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ। আশা করছি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।’

আসছে কোরবানির ঈদে চারটি ভিন্ন চ্যানেলে নাটকগুলো প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। এছাড়াও কিছুদিন আগে কলকাতায় পার্থ সেনের পরিচালনায় ‘মুখোমুখি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মিথিলা।

এ মুহূর্তে মিথিলা চাকুরির কাজে একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে উগান্ডায় অবস্থান করছেন। সেখান থেকে তানজানিয়া হয়ে ঈদের আগে দেশে ফিরবেন তিনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি