ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভারত’ সিনেমায় প্রিয়াঙ্কার পরিবর্তে ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

‘ভারত’ সিনেমাটি করছেন না প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লের এমন ‘আনপ্রফেশনাল’ আচরণ কেউ মেনে নিতে পারেননি। অসন্তোষ প্রকাশ করেছেন সালমান খান। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে এবার শোনা যাচ্ছে, সেই শূণ্যস্থান পূরণ করতে এগিয়ে আসলেন সালমানের ‘প্রিয়পাত্রী’ ক্যাটরিনা কাইফ।

নিক জোনাসের সঙ্গে নাকি বাগদান হয়ে গেছে প্রিয়াঙ্কার। আর তাই ‘ভারত’ সিনেমার কাজ মাঝপথেই ছেড়ে দিয়েছেন তিনি। কাজ যে ছেড়েছেন এটা সত্য। তবে বাগদান বা বিয়ে আদৌ হচ্ছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এদিকে আচমকা কাজ ছাড়ায় বলিউড পাড়ার অনেকেই অসন্তুষ্ট।

সে যাই হোক; প্রিয়াঙ্কার জায়গায় অনেক নামই ঘোরাফেরা করছে। এদের মধ্যে দৌঁড়ে এগিয়ে আছেন ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, প্রযোজক অতুল ও আলভিরা অগ্নিহোত্রীর সঙ্গেও ক্যাটের সম্পর্ক বেশ ভালো। তারা নাকি ক্যাটরিনাকে ডেট দেখে নেওযার অনুরোধও করেছেন। সব ঠিক থাকলে প্রিয়াঙ্কার জায়গায় ‘ভারত’-এ ক্যাটরিনাকেই দেখা যাবে।

এদিকে বলিউড সূত্রে জানা গেছে যে, ওই দৌঁড়ে ক্যাটের পাশাপাশি আরও আছেন জ্যাকলিন ফার্নান্ডেজও। তিনিও সালমানের অন্যতম পছন্দের অভিনেত্রী। ঘটনাচক্রে দু’জনেই জন্মসূত্রে ভারতীয় নন। এখন এই দু’জনের কে সালমানের ভারত-এ জায়গা পান, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি