ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাস্টিন বিবারের নয়া প্রকল্প বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জাস্টিন বিবার। বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী, গীতিকার অভিনেতা। হালের এই জনপ্রিয় শিল্পী সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের আগে আর কোনো নতুন গান গাইবেন না। বিবার তার বান্ধবী হেইলি বাউনকেই বিয়ে করতে যাচ্ছেন।

২০১৫ সালে বিবার মডেল হেইলির সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন। সে সময় ইনস্টাগ্রামে জাস্টিনের সঙ্গে কাটানো বেশ কয়েকটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন হেইলি। তবে খুব বেশি দিন টেকেনি সেই সম্পর্ক। এরপর অনেক মেয়ের সঙ্গেই জড়িয়েছে জাস্টিন বিবারের নাম। কিন্তু আবারও প্রাক্তনের কাছে ফিরে গেছেন এ তারকা।

গত মাসের দ্বিতীয় সপ্তাহে বিবার ও মডেল হেইলির বাগদান হয়েছে বলে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তখন জাস্টিনের বাবা জেরেমি বিবার ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘তোমার জীবনের পরবর্তী অধ্যায় অনেক সুন্দর হোক।’

এ দিকে গত রোববার বিবার তার বাগদত্তাকে নিয়ে বেরিয়েছিলেন। এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, এ মুহূর্তে তার নতুন কোনো প্রকল্প আছে কি না?

উত্তরে বিবার বলেন, ‘একটাই প্রকল্প আছে, আর তা হলো বিয়ে।’

সূত্র : ইলি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি