ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লুকসের জন্য বাতিল হয় যেসব বলিউড তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আজ আমরা পর্দায় যাদের দেখে বিনোদিত হই অর্থাৎ যেসব তারকাদের আমরা পছন্দ করি, তাদের ক্যারিয়ারের শুরুতে রয়েছে বেদনার ছাপ। কারও ত্বকের রঙ বাদামী, কেউ অতিরিক্ত ফর্সা, কারও সিক্স প্যাক অ্যাবস নেই, আবার কারও চকোলেট বয় লুকস- এই সব কারণে বলিউডের প্রথম সারির অভিনেতাদের অনেককেই প্রথমে বাদ দেওয়া হয়েছিল। সেই বিগ বি থেকে শুরু করে নওয়াজউদ্দিন সিদ্দিকি বা আনুশকা শর্মা— তালিকাটা কিন্তু অনেক বড়। যা দেখলে অনেকেই চমকে উঠবেন।

ক্যাটরিনা কাইফ

ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের কথা। চেহারায় বিদেশি ছাপ থাকায় এই বলিউড অভিনেত্রীকেও সিনেমা থেকে বাদ দেন পরিচালকরা।

রণবীর সিংহ

‘পদ্মাবত’ অভিনেতার উত্তর ভারতীয় লুকস, দেহের গঠন ও মুখের আকারের জন্য একাধিক অডিশনে বাদ দেওয়া হয়েছিল তাকে। তবে পরবর্তিতে অভিনয় দিয়ে মন জয় করেন তিনি।

আনুশকা শর্মা

তিনি নাকি গ্ল্যামারাস নন। দেখতেও নাকি খুব সাদামাটা। তাই একাধিক অডিশনে বাদ পড়েছিলেন ‘পরী’ সিনেমার এই অভিনেত্রী।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

বহুবার বাদ পড়েছেন এই অভিনেতা। সব সময় খুব ছোট চরিত্রে নেওয়া হত তাকে। তবে দমে যাননি। সেখান থেকেই নিজেকে প্রমাণ করেন নওয়াজ।

তব্বু

‘টম বয়’ লুকসের জন্য বাতিল করা হয় তাকে। অভিনয় দক্ষতা দিয়ে নিজের মেধা প্রমাণ করেন ‘চিনি কম’ অভিনেত্রী।

ইরফান খান

মেধাবী এই অভিনেতাকে বাদ দেওয়া তো হয়েছিলই, এমনকি কাজ করিয়ে তাকে পারিশ্রমিকও দেওয়া হয়নি একবার।

কঙ্কণা সেনশর্মা

সু-দক্ষ অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতে একাধিকবার ‘ডাস্কি লুক’-এর জন্য বাদ পড়তে হয়েছিল তাকে।

অজয় দেবগণ

অভিনয় কিংবা অ্যাকশন স্টান্ট সবকিছুতেই দক্ষ এই অভিনেতাও কিন্তু ‘ডাস্কি লুক’-এর জন্য বাদ পড়েছিলেন।

শাহরুখ খান

লুকস ও ত্বকের রং এই দুই কারণ দেখিয়েই বারবার বাতিল করা হয়েছিল কিং খান। এখন তিনি বলিউডের বাদশা।

অমিতাভ বচ্চন

কণ্ঠস্বর, আর লুকস- এই দুই কারণ দেখিয়েই বাদ দেওয়া হয়েছিল বিগ বিকে। কিন্তু বলিউডের শাহেনশাকে কি দাবিয়ে রাখা যায়।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি