ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাত ধরে বাড়ি ফিরলেন রণবীর-দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ভারতে এসে পৌঁছেছেন দীপিকা পাডুকোন রণবীর কাপুর। এদিকে ডিজনিল্যান্ডে এই দম্পতির হাত ধরে ঘুরে বেড়ানোর ছবি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, মুম্বাই বিমানবন্দরে এই দম্পতিকে হাসি মুখে হাত ধরে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে। বিদায় জানানোর আগে রণবীরকে আলিঙ্গনও করেন দীপিকা।

ইনস্টাগ্রামে তাদের ভক্তদের শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়- দীপিকা-রণবীর হাত ধরে ডিজনিল্যান্ডে ঘুরছেন। দীপিকার বোন অনিশাও সম্ভবত সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া ইনস্টাগ্রামে দীপিকার শেয়ার করা ছোটোবেলার ছবিতে রণবীরের কমেন্ট দেখে আপ্লুত হয়েছে নেটিজেনরা। আবেগঘন হয়ে তিনি লেখেন, ‘আপনারা এত ভালো কেন? আমার কান্না পেয়ে যায়। এর থেকে ভালো আর কিছু হতে পারে না।’

উল্লেখ্য, রণবীর ও দীপিকা আগামী নভেম্বরে ইতালিতে বিয়ে করতে চলেছেন বলে জানা গেছে। আর সেই তারিখটা ধারণা করা হচ্ছে আগামী ১০ নভেম্বর।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি