ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গৃহিণীরাই ভারতের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা: ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ৪ আগস্ট ২০১৮

ভারতের গৃহিণীরা দেশটির সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা। তাদের কথাতেই প্রতিটি ঘর চলে। এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। একটি ছবির প্রমোশন চলাকালে ডান্স মঞ্চে ঐশ্বরিয়া এমন মন্তব্য করেন।

এনসময় অ্যাশ বলেন, ভারতের গৃহিণীরাই দেশের সবচেয়ে বড় নির্বাহী কর্মকর্তা। তাদের সম্মান দিতে হবে। ডান্স শোয়ে উপস্থিত এক বিচারকও অ্যাশের এমন মন্তব্যে সমর্থন যুগিয়েছেন।

এসময় ওই বিচারক বলেন, ঐশ্বরিয়া বচ্চনও অন্য গৃহিণীদের মতো ভারতের সবচেয়ে বড় নির্বাহী কর্মর্তা। এক ডিনার রাতের কথা স্মরণ করে ওই বিচারক বলেন, একবার অভিষেক যখন আমাদের রাতের খাবার খাওয়ার জন্য দাওয়াত করলো। তখন ঐশ্বরিয়া নিজ হাতে আমাদের খাইয়েছেন।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি