ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

নতুন পরিচয়ে ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৫ আগস্ট ২০১৮

অভিনয় তো অনেক হলো। এবার নির্মাণ। নতুন পরিচয়ে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এমনটি জানালেন তিনি নিজেই।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ফান্নে খান’। এ সিনেমাতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। এদিকে ‘ফান্নে খান’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই সুন্দরী। সেখানেই তিনি জানালেন পরিচালনায় আগ্রহ রয়েছে তার।
শিগগিরই পরিচালনায় আসছেন তিনি।

ঐশ্বরিয়া জানান, সিনেমায় দীর্ঘদিনের অভিজ্ঞতা এবার একটু অন্যভাবে কাজে লাগাতে চান। খুব শিগগিরই তাই নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলছেন। এই কাজে স্বামী অভিষেক বচ্চনও তাকে উৎসাহ দিচ্ছেন বলে জানান অ্যাশ।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি