ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এক ফ্রেমে তিন নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ৫ আগস্ট ২০১৮

এই প্রথমবারের মতো একই ফ্রেমে একই ছবিতে পাওয়া গেলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন জনপ্রিয় নায়িকা মৌসুমী, শাবনূর ও পপিকে।

গত ২ আগস্ট ছিলো সফল তারকা দম্পতি ওমর সানী মৌসুমীর বিয়ের দুই যুগে পদার্পণ। বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন না করলেও পরদিন দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে ওমর সানী মৌসুমী তাদের বিবাহিত জীবনের বিশেষ এই দিনটিকে উদ্যাপন করেন। ওমর সানী মৌসুমীকে ফুলেল শুভেচ্ছা এবং দোয়া করতে রাজধানীর উত্তরার ‘মেরিমন্টানা’য় উপস্থিত হয়েছিলেন মৌসুমীর প্রিয় দুজন মানুষ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ দুই নায়িকা শাবনূর ও পপি।

ঘরোয়া সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে শাবনূর ও পপির উপস্থিতি দেখে মুগ্ধ হন। চলচ্চিত্রে দুজনই মৌসুমীর ছোট। আর পারিবারিকভাবে পপি মৌসুমীর ছোট চাচাতো বোন। তাই পপি বড় বোনের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও অনেকটা ভালোলাগা নিয়ে উপস্থিত হয়েছিলেন।

পপি বলেন, ‘মৌসুমী আপু এবং দুলাভাই অনেক আগেই আমাকে পরিবারের একজন হিসেবেই এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলেন। এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে নিজের কাজের ব্যস্ততা এবং আব্বুর অসুস্থতার কারণে উপস্থিত হতে পারিনি। কিন্তু এবার যখন নিমন্ত্রণ পেয়েছিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে ব্যস্ততাকে দূরে ঠেলে আপু আর ভাইয়াকে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবো। দেশের সার্বিক পরিস্থিতি ভালো ছিলোনা। কিন্তু তারপরও আমার ছোট বোন সুমীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়েছি। যেন পারিবারিক আবহেই দারুণ সময় কাটলো। শাবনূর আপুকে পেয়ে সেই মুহূর্ত যেন আরো অনেক বেশি আনন্দের হয়ে উঠলো। ধন্যবাদ মৌসুমী আপু ও দুলাভাইকে।’

শাবনূর বলেন, ‘নিজেদের অনুষ্ঠানগুলোতে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। আর মৌসুমী আপু আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তিনি আমার বড় বোন, তাকে সে অবস্থানে রেখে এসেছি সারাটা জীবন। ভীষণ শ্রদ্ধাও করি তাকে। আমার ভালোলাগে যে মৌসুমী আপু এমনই একজন মানুষ যিনি আমার ভুল ত্রুটিও শুধরে দেন অনেক আদর, স্নেহ দিয়ে।’

উল্লেখ্য, মৌসুমী ও শাবনূর ‘দুই বধূ এক স্বামী’,‘ জীবনের গল্প’,‘মায়ের মর্যাদা’, ‘এই যে দুনিয়া’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। শাবনূরের সঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি পপি। তবে মৌসুমীর সঙ্গে ‘জীবন যন্ত্রনা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন পপি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি