ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর দর্শক মাতালেন ব্রিটনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর লন্ডনের স্টেজে শো করলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। প্রায় ৫৭ হাজার দর্শকের সামনে হট স্টাইলে উপস্থিত হলেন তিনি। বিকিনি পরে পুরো শোটি করতে দেখা গেছে তাকে। আর এর মাধ্যমে ভক্ত-শ্রোতাদের চমকেও দিয়েছেন তিনি।

কালো রঙা বিকিনি পরে এই শোতে হাজির ছিলেন ব্রিটনি। যখন স্টেজে আসেন তখনই অবাক করে দেন সবাইকে। কারণ তার পরনে ছিলো বিকিনি। স্টেজে বিকিনি পরে ব্রিটনির এই ঝলকানি অন্যরকম আনন্দ দেয় সবাইকে। প্রায় দেড় ঘন্টা নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে মাতিয়ে রাখেন তিনি।

এর মাঝেই ব্রিটনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, কেমন লাগছে আমাকে এই পোশাকে। সুপারহট না? দর্শকরা সবাই বলেন ‘হ্যা’। এভাবেই গান ও কথার মাধ্যমে পুরো স্টেজ মাতিয়ে রাখেন ব্রিটনি।


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি