ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লুকিয়ে বিদেশে পাড়ি দিচ্ছেন সালমান-ক্যাটরিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৬ আগস্ট ২০১৮

ক্যাটরিনা কাইফের সঙ্গে এবার বিদেশে পাড়ি দিচ্ছেন সালমান খান। ক্যাটের সঙ্গে এবার মাল্টায় যাচ্ছেন তিনি। প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে বিদেশে যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছেন ক্যাটরিনা। তার ব্যাগ গোছানো হয়ে গিয়েছে।
বর্তমানে ‘ভরত’-এর শুটিং শুরু করেছেন সালমান খান। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমায় রয়েছেন ক্যাটরিনা কাইফও। আর সেই কারণেই এবার সালমান-ক্যাটরিনা একসঙ্গে পাড়ি দিচ্ছেন মাল্টায়। সেখানেই হবে ‘ভরত’-এর শুটিং। এদিকে সালমানের সঙ্গে বিদেশ ট্যুর নিয়ে বেশ উচ্ছ্বসিত ক্যাটরিনা। তবে, প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
শোনা যাচ্ছিল, শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’-র শুটিং শেষ না হওয়া পর্যন্ত, ‘ভরত’-এর জন্য কিছুতেই তৈরি হতে পারবেন না ক্যাট। সেই অনুযায়ী, সম্প্রতি কিং খানও জানিয়েছিলেন, শিগগিরই শেষ হবে ‘জিরো’-র শুটিং। শাহরুখ খানের সিনেমার শুটিং শেষ হওয়ার পরই এবার সালমানের সিনেমার জন্য তৈরি হচ্ছেন ক্যাটরিনা। এসবের পাশাপাশি আমির খানের ‘ঠাগস অফ হিন্দুস্তান’-এর শুটিংও শুরু করেছেন ক্যাটরিনা।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি