ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমির উপস্থাপনায় মমতাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির উপস্থাপনায় আসছে ঈদে বিটিভির একটি অনুষ্ঠানে গান করবেন কণ্ঠশিল্পী মমতাজ। অনুষ্ঠানের নাম ‘মমতাজ অফট্র্যাক’।

এটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদ। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মিমির সঙ্গে গল্প কথার ফাঁকে ফাঁকে মমতাজ দর্শককে গেয়ে শোনাবেন মোট আটটি গান। এসব গানের মধ্যে থাকবে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লালনের গান, শাহ আবদুল করিমের গান’সহ অন্যান্য গান। গেল সপ্তাহে গানগুলোর রেকর্ডিং হয়েছে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘হঠাৎ করেই অনুষ্ঠানটি করা। বলা যায়, তেমন কোনো প্রস্তুতি ছিল না। তারপরও মমতাজের সঙ্গে অনেক জানা-অজানা গল্প করেছি। সেসব অবশ্যই গানের গল্প। আমি ভীষণ মুগ্ধ হয়েছি। আশা করছি শ্রোতা-দর্শকরাও মুগ্ধ হবেন।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি