ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

‘লাল দালান’ এ কাজী শুভ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:০০, ৭ আগস্ট ২০১৮

কয়েদি হিসেবে দেখা গেল কণ্ঠশিল্পী কাজী শুভকে। যার নাম্বার ১০০। তবে সেটা বাস্তবে নয় নাটকে। এই প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন শুভ। ঈদের জন্য ‘লাল দালান’ নামে সাত পর্বের একটি নাটক নির্মাণ করা হয়েছে। এখানে তাকে একজন কয়েদি হিসেবে দেখা যাবে।   

নাটকে দেখা যাবে, কপিরাইট আইন অমান্য করায় কাজী শুভকে জেলে যেতে হয়। জেলের ভেতরের বিভিন্ন মুহুর্তের বিষয়গুলো পর্দায় উঠে আসবে। এই নাটকে কাজী শুভ নামেই অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।

নাটকে অভিনয় প্রসঙ্গে কাজী শুভ বলেন, এই প্রথম নাটকে অভিনয় করলাম। যদিও ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নতুন নয়। কিন্তু নাটকের ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা তো অবশ্যই অন্যরকম। নাটকের গল্প, চরিত্র পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি