ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বলিউডের সিনেমায় হিরো আলম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ৮ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:২৪, ৮ আগস্ট ২০১৮

বাংলাদেশের আশরাফুল আলম ওরফে হিরো আলম বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। প্রভাত কুমার পরিচালিত বিজু দ্য হিরো নামের চলচ্চিত্রে অভিনয় করবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই তরুণ হিরো আলম।  

বুধবার দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়। আগামী ডিসেম্বর থেকে ছবির কাজ শুরু হবে। এর দৃশ্যধারণ হবে ভারতের রাঁচি শহরে। ছবিটি ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তিকালের।

চলচ্চিত্রটির পরিচালক প্রভাত কুমার বলেন, ` ছবিটিতে তিনি `মূক` চরিত্রে অভিনয় করবেন। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাঁকে ঘিরে। এই ছবিতে একজন বলিউড অভিনেত্রীও অভিনয় করবেন।’

আরও পড়ুন- অভিনেত্রী বিপাশা কবিরের বিরুদ্ধে মামলা

হিরো আলমকে নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। অতঃপর আমরা তাঁর খোঁজ পাই সোশ্যাল মিডিয়ায়। এরপর ভারতের বেশ কয়েকটি পত্রিকাতেও তাঁর সম্পর্কে প্রতিবেদন দেখি। আমরা যে চরিত্র খুঁজছিলাম মনে হচ্ছিল এটা তিনি করতে পারবেন।`

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, `আমি খুবই আনন্দিত। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে সবাইকে জানাব।`

হিরো আলম বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক পিরচিতি লাভ করেন। এরপর তিনি `মার ছক্কা` নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেন।

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি