ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এবার অনলাইনে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ৯ আগস্ট ২০১৮

ব্যবসা সফল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ এবার মুক্তি পাচ্ছে অনলাইনে। দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর অনলাইন ভিডিওনির্ভর সাইট বায়স্কোপ- এ আগামী ১২ আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে।  

এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, বায়স্কোপের সঙ্গে আগে থেকেই আমাদের চুক্তি হয়েছিল। সে অনুযায়ী ছবিটি এবার মুক্তি পাচ্ছে। ‘ঢাকা অ্যাটাক’ দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। যে কেউ অনলাইন থেকে ছবিটি দেখার সুযোগ পাবে।     

বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্য, পুলিশ কমিশনার, সোয়াত ও গোয়েন্দা কর্মকর্তা, সাংবাদিক সব ধরনের চরিত্রই আছে ছবিটিতে। অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে পুলিশের ব্যবহৃত ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও পাঁচ কিলোগ্রাম ওজনের হেলমেট। ছবিটির পরিচালক দীপংকর দীপন দেড় যুগ ধরে নাটক ও ডকুমেন্টারি নির্মাণ করেছেন।   

‘ঢাকা অ্যাটাক’ তার প্রথম ছবি। একদল চৌকস পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে সাজানো হয়েছে এটি। গেল বছর ৬ই অক্টোবর দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। দর্শকপ্রিয়তায় অন্যরকম পর্যায়ে যাওয়া ছবিটি টানা ১০০ দিন প্রেক্ষাগহে চলেছে। আর দেশের বাইরেও ছিল এর জয়জয়কার।

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।   

এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি