ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাতির জনককে নিয়ে শিশিরের ‘৫৭০’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১২ আগস্ট ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আশরাফ শিশির। ৮ আগস্ট পরিচালক সমিতিতে ‘৫৭০’ নামের সিনেমাটির নাম নিবন্ধন করেছেন তিনি। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর সারা বিশ্বে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন এই গুনি নির্মাতা।

এ বিষয়ে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই সিনেমাটি নির্মাণের চিন্তা মাথায় এনেছি। জাতির জনকের জন্মশতবার্ষিকী ২০২০ সালে। দুই বছরও হাতে নেই। ভেবেছিলাম হয়তো কোনো পরিচালক তাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। কিন্তু কারো সাড়া পেলাম না। তাই নিজেই উদ্যোগী হলাম। এটির প্রযোজনা করছে আমারই প্রতিষ্ঠান মিডিয়া এইড বাংলাদেশ।’
আশরাফ শিশির আরও বলেন, ‘আমি নিজের ভালোবাসা থেকে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে আমার পেশার মাধ্যমে শ্রদ্ধা জানাতে চাই। শুধু সরকার বা মন্ত্রণালয়ের কাছে যেতে চাইনি।’

উল্লেখ্য, আশরাফ শিশিরের প্রথম সিনেমা ‘গাড়িওয়ালা’। যা এ পর্যন্ত ৩৬টি দেশের শতাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ওই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ২৭টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি