ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিতর্কিত মন্তব্যে সমালোচিত কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কঙ্গনা রানাওয়াত। প্রায়ই বিভিন্ন ইস্যুতে শিরোনামে চলে আসেন এই বলিউড কুইন। এবার গোরক্ষা নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা তার আসন্ন সিনেমা ‘মণিকর্ণিকা-দা কুইন অফ ঝাঁসি’ প্রসঙ্গে কথা বলছিলেন। সেখানেই গোরক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই বলিউডের ‘কুইন’৷
অভিনেত্রী বলেন, ‘আমি যে বায়োপিকে কাজ করছি। সেখানে একটা দৃশ্য ছিল যেখানে আমাকে একটি বাছুরকে বাঁচাতে হবে। কিন্তু, সেই শুটিং শুরুর পরই আলোচনা শুরু হয় দৃশ্যটি আদৌ রাখা হবে কি না, তা নিয়ে।’

অনেকেই বলেন, ‘আমরা নিজেদের গোরক্ষক হিসাবে দেখাতে চাইছি না। তাই শেষ পর্যন্ত দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়।’

কঙ্গনা বলেন, ‘কিছু মানুষের মনোভাবের জন্য এ ধরনের পরিবর্তন দুর্ভাগ্যজনক৷’

একই সঙ্গে গত দু’বছর ধরে গোরক্ষার নামে হত্যা করা হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তাও বেদনাদায়ক বলে মন্তব্য করেন অভিনেত্রী।
ওই সাক্ষাৎকারেই উদারবাদীদের কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘উদারবাদীরা নিজেদের অঙ্গুলি হেলনে সমাজকে চালাতে চায়। তারা তখনই তোমাকে সঙ্গে নেবে, যখন দেখবে তুমি তাদের ঘৃণা করছ, যাদের তারা ঘৃণা করেন। সাক্ষাৎকারের একটি অংশ উদারবাদীদের গৃহযুদ্ধ বাঁধানোর জন্যও অভিযুক্ত করেন কঙ্গনা। কঙ্গনার এই মন্তব্যেই তীব্র সমালোচনায় মুখে পড়েছেন তিনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি