ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিঙ্গাপুরে নদীর পানিতে পরীমনি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:০৬, ১২ আগস্ট ২০১৮

গ্ল্যামার কন্যা পরীমনি। নদীর জলে উষ্ণতা ছড়ালেন। নিরিবিলি পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ছুটি কাটাতে সিঙ্গাপুর গিয়েছেন পরী। আর সেখানেই পালওয়ান সমুদ্র সৈকতের সন্তোসা দ্বীপের পানিতে সাঁতার কাটছেন।

আজ পরীমনির ব্যক্তিগত আইডি এবং ভেরিফায়েড ফ্যান পেইজে কিছু ছবি পোস্ট করেছেন। তার জলকেলির এই ছবিতে সাড়া পড়ে গেছে সোশ্যাল সাইটে। 

কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে যান পরীমনি। হাসপাতালে তাকে কাটাতে হয় কিছু সময়। সুস্থতার জন্য তাই উড়াল দিলেন সিঙ্গাপুর। ঠাঁই নিলেন প্রকৃতির কোলে। সেখানকার বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন।   

সোশ্যাল সাইটে নিজের ভ্রমণের বেশ কয়েকটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, `জীবনে সুখী হতে হলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি কীভাবে ভাবেন, সেটাই আপনার জন্য যথেষ্ট।`

এসি   

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি